শান্তিগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৩, ২০২২
০৭:৫৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৩, ২০২২
০৭:৫৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে হাওর অঞ্চল উপযোগী জলবায়ু সহনশীল প্রযুক্তি কৌশল অন্বেষন এবং বিস্তার বিষয়ক স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জস্থ জেহিন আহমেদ একাডেমি ফর হিউম্যান ডেভেলপমেন্টের হলরুমে স্ট্রেনদেনিং স্মলহোল্ডার ফার্মস এন্ড রুরাল এন্টারপ্রাইজেস টু বেটার কোপ উইথ ক্লাইমেট চেইঞ্জ ইন ভালনারেবল হাওর রিজিওন অফ বাংলাদেশ প্রকল্পের আওতায়, ওয়েল্টহাঙ্গারহিলফে (ডাবলিউএইচএইচ) এবং বিএমজেড,জার্মান এর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় উক্ত কর্মশালায় এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজীর সভাপতিত্ব, প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড.শেখ মোহাম্মদ বখতিয়ার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাওর এলাকার কৃষকদের জন্য হাওর অঞ্চল উপযোগী জলবায়ু সহনশীল প্রযুক্তি/কৌশল নিয়ে আগামী দিনগুলোতে আরও বেশি গবেষনা প্রয়োজন। গবেষনার ক্ষেত্রে বাংলাদেশ কৃষি ও গবেষনা কাউন্সিল সহ অন্যান্য কৃষি গবেষনা সংস্থা সহযোগীতা প্রদান করবে।
কর্মশালায় প্রকল্পের সমন্বয়কারী মুকুল দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্ক এগ্রিকালচার সেন্টার (এসএসি) এর পরিচালক ড. মো. বখতিয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা কৃষি বিভাগের উপ পরিচালক বিমল চন্দ্র সোম, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সুনিল মন্ডল।
কর্মশালায় বাংলাদেশের ঝুঁকিপূর্ণ হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সাথে আরও ভালভাবে মোকাবেলা করার জন্য এবং গ্রামীন উদ্যোগতাদের শক্তিশালী করা,গ্রামীন জনগোষ্ঠীর কৃষি,খাদ্য নিরাপত্তা এবং জীবিকার উপর জলবায়ু পরিবর্তনের প্রতি সহনশীলতা বৃদ্ধি করা, প্রকল্পের লক্ষ্য,উদ্দেশ্য, ফলাফল এবং স্টেক হোল্ডার কলসালটেশন কর্মশালার মূল বিষয় বস্তু উপস্থাপন করেন ওয়েল্টহাঙ্গারহিলফে (ডাবলিউএইচএইচ)বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মামুনুর রশীদ।
কর্মশালায় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট, সুনামগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা,সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইন্সটিটিউট সুনামগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা,বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট সুনামগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তা,শান্তিগঞ্জ, বিসম্ভরপুর ও দিরাই উপজেলার কৃষি ও মৎস্য ও প্রানীসম্পদ কর্মকর্তাগন ।
এস টি/বি এন-০৩