ছাতক প্রতিনিধি
মার্চ ১৩, ২০২২
০২:৩৭ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৩, ২০২২
০২:৩৭ অপরাহ্ন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামী সরকারের দুঃশাসন স্বৈরাচারকেও হার মানিয়েছে। মানুষের মৌলিক অধিকারটুকুও কেড়ে নিয়েছে সরকার। মামলা-হামলার ভয়ে মানুষ এখন প্রতিবাদের ভাষা ভুলে গেছে। মিথ্যে মামলার অজুহাতে দেশের তিনবারের প্রধান মন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার পথ রুদ্ধ করে রাখা হয়েছে।
আজ রবিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার চরমহল্লা-টেটিয়ারচর বাজারে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের যৌথ উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে সুচিকিৎসার দাবি ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন।
মিজান চৌধুরী দূনীতি ও দুঃশাসন থেকে মুক্তি পেতে বিএনপির পতাকা তলে এসে গণআন্দোলনে অংশ নিতে দেশবাসীর প্রতি আহবান জানান। এমতাবস্থায় তিনি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন জোরদার করতে নেতা-কর্মীদের আহ্বান জানান। সেইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘টেক বেক বাংলাদেশ’ আন্দোলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।
ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও জেলা যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল আহাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র্যের মূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার উর্ধে। সরকারের দূর্নীতি ও লুটপাটের কারনেই দ্রব্যমুল্য নিয়ন্ত্রন হারা হয়ে পড়েছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহস্থানীয় বিষয়ক সম্পাদক, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন শাকিল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন সাগর, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহান, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, জেলা যুবদলের সদস্য গাজী মিলটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ সুমন, মানিক মিয়া, ফয়েজ আহমদ, আবু শামিম, কামাল হোসেন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান সুজন, বিএনপি নেতা হুশিয়ার আলী মেম্বার, মাস্টার সামসুল ইসলাম, বাদশা মিয়া, আব্দুল জব্বার, সোনা মিয়া, আব্দুল কাহার, চান্দ আলী, কটু মিয়া, মাসুক মিয়া, আবুল কালাম,এংরাজ মিয়া, সৈয়দুর রহমান, নুরুল হক, হাফিজ গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, ওলিউর রহমান আলেক, কায়সার আহমদ, রিহাব আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, আলাউদ্দীন, যুবদল নেতা ফয়ছল আহমদ মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালিক, জাউয়া বাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুস সামাদ, চরমহল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমদ, সাধারণ সম্পাদক আবুল হাসনাত সৌরভ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, মিলাদুর রহমান প্রমুখ।
আরসি-২৩