ধর্মপাশা প্রতিনিধি
মার্চ ১৬, ২০২২
০২:০৪ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৬, ২০২২
০২:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশায় দুই শতাধিক মানুষকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের একটি কক্ষে এ সেবা দেওয়া হয়।
আজ বুধবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা শহরের মলিক্কপুর এলাকায় অবস্থিত এই ফ্রি চক্ষু চিকিৎসার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা।
এই ফ্রি চক্ষু চিকিৎসা সেবার নেতৃত্ব দেন জনতা চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক ডা. শহীদুল ইসলাম । এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী বাচ্ছু, সাংবাদিক ফারুক আহমেদ, লিপু মজুমদার প্রমুখ।
এসএ/আরসি-১৪