তাহিরপুরে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

তাহিরপুর প্রতিনিধি


মার্চ ১৭, ২০২২
০৭:৪১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২২
০৭:৪১ পূর্বাহ্ন



তাহিরপুরে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

সুনামগঞ্জের তাহিরপুরে বর্ণাঢ্য আযোজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার(১৭ মার্চ ) শুরুতে সকাল এগারোটায় উপজেলা আওয়ামীলীগ এর কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পরিষদ, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড ও তাহিরপুর থানা পুলিশ। 

শেষে উপজেলার বঙ্গবন্ধু মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ এর জৈষ্ঠ্য সহ সভাপতি আলী মর্তূজা, সাধারন সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায় প্রমূখ। 

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ এইচ/বি এন-০৩