জামালগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৭, ২০২২
০৮:৩২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২২
০৮:৩২ পূর্বাহ্ন
জামালগঞ্জের সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জাতীয় শিশু-কিশোর দিবস ও পাঁচতলা ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ ) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল করিম শামীম।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অরূপ নারায়ণ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিদ্যালয়ের শিক্ষার্থী সজীব মিয়ার পবিত্র কুরআন তেলাওয়াত ও সৃষ্টি পালের পবিত্র গীতা পাঠে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পারভেজ ঈশেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিদ্যালয় পরিচালনায় কমিটির সদস্য, শিক্ষক, ছাত্রছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন। বঙ্গবন্ধু শিশু-কিশোরদের খুব ভালোবাসতেন। তাই জাতীয় শিশু-কিশোর দিবস হিসেবে দিনটি পালিত হয়ে আসছে। তোমরা বঙ্গবন্ধুর জীবন আদর্শ পালনের চেষ্টা করবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। শক্তিশালী জাতি গঠনে লেখাপড়ার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করতে হলে ভালোভাবে লেখাপড়া করতে হবে।
এর আগে জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন উপজেলা প্রশাসন আয়োজিত শিশু-কিশোর দিবস অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
বি আর/বি এন-০৭