শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন

শান্তিগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৭, ২০২২
১০:২১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২২
১০:২১ পূর্বাহ্ন



শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামানের নেতৃত্বে ও পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মাহবুব আলমের সহযোগিতায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ডের উপজেলা কমিটির লোকজন, উপজেলা হাওর বাঁচাও আন্দোলন ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন।

ফসল রক্ষা বাঁধ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস, স্থানীয় গণমাধ্যম কর্মী সাংবাদিক সোহেল তালুকদার, হোসাইন আহমদ, উপজেলা হাওর বাঁচাও আন্দোলন সাধারণ সম্পাদক আবু সাইদ, ফসল রক্ষা বাঁধের পিআইসি কমিটির লোকজন।

এ সময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরস্থ উতারিয়া মুল ক্লোজারে স্থানীয় পিআইসি কমিটির লোকজন মতবিনিময় সভা করেন। পরে উপজেলা প্রশাসন সহ নেতৃবৃন্দ উপজেলার কাউয়াজুড়ী হাওর, সাংহাই হাওর, খাই হাওরে নির্মিত ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন। 

এস টি/বি এন-১১