তাহিরপুর প্রতিনিধি
মার্চ ১৭, ২০২২
০২:০৫ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২২
০২:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিকেলে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি তাহিরপুর মধ্য বাজার থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্থানীয় কার্যালয়ে কেকে কেটে জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি জাহিদ হাসান রুবেল, পার্থ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক রকিব রহমান, মোস্তফা, সাজ্জাদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হাসান ইমন ও মনিরাজসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এএইচ/আরসি-২৪