ভর্তুকি মূল্যে বিক্রি হবে টিসিবি পণ্য, প্রতি প্যাকেট ৪৬০ টাকা

সুনামগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৯, ২০২২
০৬:৫৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৯, ২০২২
০৬:৫৮ অপরাহ্ন



ভর্তুকি মূল্যে বিক্রি হবে টিসিবি পণ্য, প্রতি প্যাকেট ৪৬০ টাকা

সুনামগঞ্জে আজ রবিবার থেকে ৪৬০ টাকা ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যের প্যাকেট বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে জেলার ১ লাখ ১৪  হাজার ৯১০ জন মানুষ নির্ধারিত এলাকায় পাবেন এই পণ্য।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। 

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশে তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের মানুষের মাঝে প্রায় এককোাটি পরিবারের মধ্যে টিসিবি’র পণ্য সামগ্রী পৌছে দেওয়া হবে। এরমধ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১ লক্ষ ১৪ হাজার ৯১০ টি পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, উপজেলায় নতুন উপকারভোগী ৬১ হাজার ৮৫৬ জন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী কর্তৃক নগদ সহায়তা প্রদানের জন্য প্রণীত ডাটাবেজ থেকে প্রস্তুতকৃত উপকারভোগী ৪৪ হাজার ৬২ জন এবং ৪ পৌরসভায় নতুন উপকারভোগী ৮ হাজার ৯৯২ জনের তালিকা করা হয়েছে। 

তিনি আরও বলেন, রবিবার থেকে প্রথম দফায় জেলার ৪৫ জন ডিলারের মাধ্যমে ভর্তুকি মূল্যে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রয় শুরু হবে। এরমধ্যে চিনি কেজিপ্রতি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও সয়াবিন তেলের লিটারপ্রতি ১১০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এই কার্যক্রম আগামী ৩০ মার্চ পর্যন্ত চলবে। দ্বিতীয় দফায় রমজানের মাঝামাঝি সময়ে চারটি পণ্য বিক্রয় করা হবে। এরমধ্যে রয়েছে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও ছোলা।

আরসি-০৫