তাহিরপুরে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

তাহিরপুর প্রতিনিধি


মার্চ ২০, ২০২২
০৬:৫৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২২
০৬:৫৪ পূর্বাহ্ন



তাহিরপুরে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

সুনামগঞ্জের তাহিরপুরে সাধারণ ও নিম্নআয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

আজ রবিবার (২০ মার্চ ) সকালে তাহিরপুর মধ্য বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।

জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৯৫৭১ জন কার্ডধারী সর্বোচ্চ দুইবার এই পণ্য কেনার সুযোগ পাবেন। আজ প্রথম দিনে উপজেলার তাহিরপুর ইউনিয়নের ৮৬১টি কার্ডধারী পরিবারের মাঝে এ পণ্য বিক্রি করা হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, টিসিবির পণ্য প্রকৃত কার্ডধারী মানুষের কাছে বিক্রি করতে আমাদের মনিটরিং টিম কাজ করছে। আজ প্রথম দিনে তাহিরপুর সদর ইউনিয়নে বিক্রি করা হচ্ছে, পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও এ কার্যক্রম শুরু হবে।

এ এইচ/বি এন-০২