শান্তিগঞ্জ প্রতিনিধি
মার্চ ২০, ২০২২
০৭:৩৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২০, ২০২২
০৭:৩৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার সদরপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ায়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়।
এসময় শিশুদের কৃমিনাশক খাওয়ায়ে উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জসিম উদ্দিন শরীফি, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, শিক্ষিকা কুমকুম পুরকায়স্থ সহ অন্যান্য কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি জানান, অত্র উপজেলায় এক সপ্তাহে ৫ থেকে ১৬ বছর বয়সের ৪৯ হাজার ৪ শত ৭৫ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। পাশাপাশি তিনি শিশুদের অভিভাবক ও পরিবারের অন্যান্য সদস্যদের নিজ দায়িত্বে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পরামর্শ প্রদান করেন।
এস টি/বি এন-০৫