ধর্মপাশা প্রতিনিধি
মার্চ ২১, ২০২২
০৭:২৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২১, ২০২২
০৭:২৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ী গ্রামের পেছনে থাকা হিছার বিল ও কইন্নার বিল নামক সরকারি জলাশয়টিতে শ্যালোমেশিন দিয়ে পানি সেচে মাছ শিকার করার দায়ে মো.রফিক (২৬) নামের এক ব্যক্তিকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার সরস্বতীপুর গ্রামে।
গতকাল রবিবার (২০মার্চ) সকাল সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মুনতাসির হাসান এই আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ী গ্রামের খানিকটা পেছনে ছয় একর পরিমান হিছার বিল ও কইন্নার বিল নামক সরকারি একটি জলাশয় রয়েছে।
১৪২৮ বঙ্গাব্দের ৩০ চৈত্র পর্যন্ত এই জলাশয়টি খাস কালেকশনের মাধ্যমে ইজারা দেওয়া হয়। নীতিমালা অনুযায়ী, কোনো বিল, জলমহাল বা জলাশয়ের পানি সেচে তলা শুকিয়ে মাছ শিকার করা সম্পূর্ণভাবে বেআইনি।
সরকারি এই নির্দেশনা না মেনে ওই জলাশয়টির ইজারাদার লোকজন নিয়োজিত করে গত শনিবার (১৯ মার্চ) সকাল সাতটার দিকে সেখানে দুটি শ্যালোমেশিন দিয়ে এটির পানি সেচে মাছ শিকার করে আসছিল। খবর পেয়ে গতকাল রবিবার সকাল সাতটার দিকে সরকারি ওই জলাশয়টিতে অভিযানে যান ধর্মপাশার ইউএনও ।
তিনি ওই জলাশয়ের তলা শুকিয়ে মাছ শিকার করার সত্যতা পেয়ে দুটি শ্যালোমেশিন জব্দ করেন এবং এই কাজে জড়িত থাকার দায়ে মো.রফিক (২৬)কে আটক করেন।তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যক্তিকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও মো.মুনতাসির হাসান বলেন, অবৈধভাবে সরকারি জলাশয়ের পানি সেচে মাছ শিকার করায় ওই ব্যক্তিকে এই দণ্ড দেওয়া হয়েছে। তাকে পুলিশের সহায়তায় ওইদিনই কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।
এস এ/বি এন-০২