জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৮ হাজার টাকা অর্থদণ্ড

জগন্নাথপুর প্রতিনিধি


মার্চ ২১, ২০২২
১০:১৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২২
১০:১৫ পূর্বাহ্ন



জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৮ হাজার টাকা অর্থদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (২১ মার্চ ) দুপুরে জগন্নাথপুর সদর বাজার এবং ভবের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম ।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় স্প্রাইট ও ফান্টা সরবাহে ডিলার প্রতিষ্ঠান সুবজ ভেরাইটিজ স্টোরকে ২০ হাজার, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় মুসলিম সুইটমিটকে ৩ হাজার ও রিফাত এন্ড কোং-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তা অধিকার আইনে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

এ এ/বি এন-০৯