তাহিরপুর প্রতিনিধি
মার্চ ২১, ২০২২
০৩:২৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ২১, ২০২২
০৩:২৯ অপরাহ্ন
স্থানীয় একটি সংঘবদ্ধ মানবপ্রাচারকারী চক্রের প্রলোভনে সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে আটকা পড়ে এখন মানবেতর জীবনযাপন করছেন তাহিরপুর উপজেলার কিছু অসহায় নারী। নির্যাতিত এসব নারীরা কাজ নয়, এখন নিজের পরিবারের কাছে ফিরে আসার দিন গুনছেন।
এদিকে আটকা পড়া নির্যাতত এসব নারীদের দেশে ফিরিয়ে আনার দাবিতে তাহিরপুরে মানববন্ধন হয়েছে। সোমবার (২১ মার্চ) বিকেল ৫টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও নামক এলাকায় মানবিক ফাউন্ডেশন শ্রীপুর উত্তর নামক একটি সংগঠন এ মানববন্ধন করে।
মানববন্ধনে মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ও আটকা পড়া এসব নারীদের দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, স্থানীয় একটি সংঘবদ্ধ দালাল চক্রের সদস্যরা কাজের প্রলোভন দেখিয়ে সৌদি আরবে নুরবানু নামে এক নারীকে পাচার করলে, সম্প্রতি মানবিক ফাউন্ডেশন শ্রীপুর উত্তর সংগঠনটির উদ্যোগে ওই নারীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বক্তারা আরো বলেন, সৌদি আরবে এ এলাকার অনেক নারী আটকা পড়ে আছেন। সেখানে তারা নানা নির্যাতনের শিকার হচ্ছেন। দেশে ফিরতে চাইলেও তারা ফিরতে পারছেন না। এসব আটকা পড়া নারীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং দালাল চক্রটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে সংগঠনটি সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।
মানবন্ধনে স্থানীয় ওয়ার্ড সদস্য রাশেদ কবিরের সভাপতিত্বে ও সংগঠনটির সমন্বয়ক মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য দেন শ্রীপুর উত্তর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য মিনারা বেগম, সংগঠনের সমন্ময়ক মো. জয়নাল আবেদীন, মো. ইদ্রিস আলী ফকির, সুলতান আহমদ, মো. বাচ্চু মিয়া প্রমুখ।
এএইচ/আরসি-২১