ধর্মপাশার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি


মার্চ ২২, ২০২২
০৩:০৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২২
০৩:০৯ অপরাহ্ন



ধর্মপাশার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মাদক নির্মুল, বাল্য বিয়ে, চোরচালান, ইটটিজিংসহ যাবতীয় অসামাজিক কার্যক্রম বন্ধে সুনামগঞ্জের ধর্মপাশায়  এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে আজ মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়। 

মধ্যনগর থানা পুলিশ এই সভার আয়োজন করে। বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নূর নবী তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মধ্যনগর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।

বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা ও মধ্যনগর থানার এসআই মাসুদ রানার সঞ্চালনে এই বিট পুলিশিং সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বংশীকুন্ডা উত্তর ইউপি সদস্য আবদুস ছাত্তার, মজিবুর রহমান প্রমুখ।

এসএ/আরসি-২২