ধর্মপাশা প্রতিনিধি
মার্চ ২৪, ২০২২
০১:০৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৪, ২০২২
০১:০৩ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বড়ইহাটি গ্রামের পেছনে থাকা গুমাই নদের একটি ডোবায় অবৈধভাবে মাছ শিকার করায় একজনকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যাক্তির নাম জামাল হোসেন (৩০)।
আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদুয়ানুল হালিম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই রায় দেন।
জানা যায়, ডোবার পানি তিনটি শ্যালোমেশিন দিয়ে সেচে তলা শুকিয়ে জামাল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিনটি শ্যালোমেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি পাশের নেত্রকোনার বারাহাট্ট্রা উপজেলার লামারবাড়ি গ্রামে।
সহকারি কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম বলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের পেছনে গুমাই নদে ১৫শতক পরিমাণ একটি ডোবা রয়েছে। এই ডোবার পানি গত দুইদিন ধরে সেচে এটির তলা শুকিয়ে মাছ শিকার করা হচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ধর্মপাশা থানার একদল পুলিশ নিয়ে সেখানে অভিযাান গিয়ে ঘটনার সত্যতা পাই।
তিনি বলেন, অবৈধভাবে মাছ শিকারের সঙ্গে জড়িত থাকার দায়ে জামাল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দ করা তিনটি শ্যালোমেশিন রইছ উদ্দিন নামের স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
এসএ/আরসি-০৪