৪০তম বিসিএসের ফলাফল শিগগিরই

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৫, ২০২২
০৫:৫১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৫, ২০২২
০৫:৫১ পূর্বাহ্ন



৪০তম বিসিএসের ফলাফল শিগগিরই

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল শিগগিরই প্রকাশ করা হবে। এ লক্ষ্যে কাজ করছে সরকারি কর্ম কমিশন। বৃহস্পতিবার (২৪ মার্চ) পিএসসির একাধিক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল চলতি মাসেই প্রকাশ করতে কাজ চলছে। তবে কোনো কারণে সম্ভব না হলে তা আগামী মাসে প্রকাশ করা হবে।

পিএসসির কর্মকর্তারা জানান, বর্তমানে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। যা শেষ করতে আরও কয়েক দিন লাগবে। সেই হিসেবে চলতি মাসে চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাবনা খুবই ক্ষীণ। আগামী মাসের প্রথম সপ্তাহে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাবনাই বেশি।

২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার জন। তাদের মধ্যে প্রিলিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

এরপর গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১০ হাজার ৯৬৪ জনকে উত্তীর্ণ দেখানো হয়। ১৬ ফেব্রুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার কারণে তা কয়েকবার স্থগিত করা হয়।

এই বিসিএসে ১ হাজার ৯০৩ ক্যাডার নেওয়া হবে। প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

আরসি-০৪