সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৬, ২০২২
০৪:৩৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৭, ২০২২
০৩:৪৭ পূর্বাহ্ন
১৯৭১ সালে বাঙালি জাতির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর নিধনযজ্ঞের বিভীষিকার স্মৃতি স্মরণ করা হলো সারাদেশে। একাত্তরের গণহত্যায় নিহতদের স্মরণে শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা বাজতেই এক মিনিটের জন্যে নামল অন্ধকার; পালিত হয় ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি।
দেশের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস ও ব্যক্তি পর্যায়ে ঠিক ৯টা বাজতেই পালন আলো নিভিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
বাঙালির মুক্তির আন্দোলনের রুদ্ধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।
২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান।
নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মদান, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং জাতির অসাধারণ ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ‘প্রতীকী ব্ল্যাকআউট’ পালনের নির্দেশনায় বলেছিল, রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি পালিত হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। এই রাতে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।
একাত্তরের ২৫ মার্চে রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে ‘গণহত্যা দিবস’ পালনের প্রস্তাব ২০১৭ সালে জাতীয় সংসদে গৃহীত হয়। পরের বছর থেকে প্রতি ২৫ মার্চ রাতে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ।
আরসি-১৬