ছাতক প্রতিনিধি
মার্চ ২৫, ২০২২
০৫:৩৮ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৬, ২০২২
০৩:৪৭ অপরাহ্ন
বিভীষিকার কালরাত্রি ছিল একাত্তরের ২৫ মার্চ, মধ্যরাতে পাকিস্তানি সৈন্যদের বর্বরতায় খুন হন এদেশের শত সহস্র মানুষ। ছাতকে তমসাচ্ছন্ন এই রাত্রিটি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে স্মরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের তত্বাবধানে ছাতকের শিখা সতেরো বধ্যভূমিতে এটির আয়োজন করা হয়।
ইউআরসি ইন্সন্ট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত ও নৃশংস গণহত্যার ঘটনার স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ মহান জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়। ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, প্রজন্ম থেকে প্রজন্মকে নারকীয় ও বর্বরোচিত এই হত্যাযজ্ঞ সম্পর্কে অবহিত করে গণহত্যাকারী ও তার দোসরদের প্রকৃত পরিচয় তুলে ধরা উচিত।
এমপি বলেন, পৃথিবীর ইতিহাসে বর্বর গণহত্যার নজির স্থাপন করে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী। ওই রাতে পাকিস্তানি সেনাদের হাতে গ্রেপ্তার হওয়ার আগে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান, যার প্রেক্ষাপটে ২৬ মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতার প্রত্যয়ে দেশজুড়ে শুরু হয় প্রতিরোধযুদ্ধ। এরপর রাজনৈতিক কর্মী, বাঙালি সেনা আর সাধারণ মানুষের সম্মিলিত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, বিপুল প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের পর ১৬ ডিসেম্বর উদিত হয় স্বাধীনতার সূর্য।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
মোমবাতি প্রজ্বলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, আফজাল হোসেন, রাজা মিয়া, মোশাহিদ আলী, ছাতক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলশী চরণ দাস, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান আব্দুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা শফিকুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন, আবু তাহের, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ।
মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে সামাজিক সংগঠন বিডি ক্লিন ও ছাতক সরকারি কলেজের বিএনসিসি দল।
এমএ/আরসি-০৩