সদরঘাটে লঞ্চে আগুন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৭, ২০২২
০৪:১২ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২২
০৪:৩২ অপরাহ্ন



সদরঘাটে লঞ্চে আগুন

সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভেঞ্চার-৯ নামে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালাচ্ছে।  

আজ রবিবার (২৭ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার পরিদর্শক শাজাহান শিকদার।  

সদরঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, রবিবার বেলা ১০টা ৫৩ মিনিটে সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে একটি লঞ্চে আগুন লাগার খবর পেলে ১০টা ৫৫ মিনিটে আমাদের ইউনিট সেখানে পৌঁছায়। এখন ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।

এছাড়া আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য আসছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আরসি-১০