সিলেট মিরর ডেস্ক
মার্চ ৩০, ২০২২
১২:৫৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ৩০, ২০২২
১২:৫৪ পূর্বাহ্ন
বৃষ্টির বাগড়ার কারণে থেমে যাওয়া 'ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০' কনসার্ট ফের শুরু হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বৃষ্টির কারণে স্থগিত করা হয়।
পরে রাত সোয়া ৮টার দিকে বৃষ্টি থামলে ফের দর্শক-শ্রোতাদের গান শোনাতে মঞ্চে উঠেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাংলার সুরের রানি খ্যাত মমতাজ।
এর আগে অনুষ্ঠানের প্রথম পর্বে গান পরিবেশন করেছে জনপ্রিয় ব্যান্ড মাইলস। এরপর মঞ্চে ওঠেন মমতাজ। মমতাজের গান চলাকালেই বৃষ্টি এসে বাগড়া দিলে কনসার্ট সাময়িক স্থগিত করা হয়।
আজকের কনসার্টের দ্বিতীয় পর্বে মঞ্চে উঠবেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। তিনি মঞ্চ কাঁপাবেন রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত। এরই মাঝে যেকোনো সময় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে হাজির হবেন। অনুষ্ঠানে উপস্থিত আছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর স্ত্রী আফরোজা বেগম এবং বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও তাঁর স্ত্রী সাবরিনা সোবহান।
এদিকে কনসার্ট উপলক্ষে মিরপুর স্টেডিয়ামের বিরাট অংশজুড়ে নির্মাণ করা হয়েছে মঞ্চ। মঞ্চের সামনেই হাজার দশেক দর্শনার্থীর বসার ব্যবস্থা। স্টেডিয়ামের মূল মাঠে বসে সরাসরি কনসার্ট উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। তিন ক্যাটাগরিতে বিক্রি হয়েছে টিকিট। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। এ ছাড়াও পাঁচ হাজার টাকায় গোল্ড এবং ১০ হাজার টাকায় মিলছে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট।
উল্লেখ্য, এই কনসার্টে বাংলাদেশ মাতাবেন উপমহাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এ কনসার্টে দেশের বিখ্যাত শিল্পীরাও গান গাইবেন। এই কনসার্টের পৃষ্ঠপোষক দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল। কনসার্ট উপলক্ষে গত রবিবার শতাধিক সফরসঙ্গী নিয়ে এ আর রহমান ঢাকায় আসেন।
আরসি-১২