রমজানে নতুন সময়সূচিতে চলবে পুঁজিবাজার

সিলেট মিরর ডেস্ক


মার্চ ৩১, ২০২২
০১:৩৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২২
০১:৩৭ পূর্বাহ্ন



রমজানে নতুন সময়সূচিতে চলবে পুঁজিবাজার

পবিত্র রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হবে। আর সরকারি নির্দেশনা অনুযায়ি চলবে স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল কার্যক্রম। অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত স্টক এক্সচেঞ্জের কার্যক্রম চলবে।

আজ বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারি পরিচালক মো. রায়হান কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হয়।

ব্যাংকের লেনদেনের সাথে সমন্বয় সাধনের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রমজান পরবর্তী সময়ে আবার আগের সময়ে পুঁজিবাজারের লেনদেন হবে।

আরসি-১৪