সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৮, ২০২২
০১:৪১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৮, ২০২২
০১:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে পিজিএস বাংলাদেশ সিলেট জেলা।
আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পজিটিভ জেনারেশন অব সোসাইটির (পিজিএস) সভাপতি মারুফ ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম কৃষণ, তামান্না, সুমনা, আল-আমিন, হাফিজ, ফাদাউরসহ প্রমুখরা।
এ সময় বক্তারা অবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
এএফ/০৪