নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৮, ২০২২
০৪:২৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৮, ২০২২
০৪:২৫ পূর্বাহ্ন
ফাইল ছবি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই কর্মবিরতির নামে পরিবহন ঘর্মঘট ডাকেন মালিক-শ্রমিকরা। এবার বিআরটিএ কার্যালয়ের এক কর্মকর্তা ও কর্মচারীকে সিলেট থেকে বদলির দাবি জানিয়ে কর্মবিরতির হুমকি দিয়েছেন তারা।
পরিবহন শ্রমিকদের অভিযোগ সিলেট বিআরটিএ অফিসে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে লাঞ্ছিত করা হয়েছে। তাই ২৪ ঘণ্টার মধ্যে বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ারকে সিলেট থেকে বদলি করতে হবে। অন্যথায় আগামী রবিবার থেকে সিলেট জেলায় সব পরিবহন চলাচল বন্ধ থাকবে।
গতকাল বুধবার বিআরটিএ অফিসের সামনে তাৎক্ষনিক প্রতিবাদ সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
যদিও বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক শ্রমিক নেতাদের লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, শ্রমিক ইউনিয়নের সভাপতি লোকজনকে নিয়ে তার কক্ষে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বদলি ও কর্মচারী দেলোয়ারকে কার্যালয় থেকে তুলে নেওয়ার হুমকি দিয়েছেন।
তাৎক্ষণিক প্রতিবাদ সভায় শ্রমিক নেতারা বলেন, ‘বিআরটিএ সিলেট অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। পরিবহন সেক্টরের শ্রমিকদের সেবার পরিবর্তে তারা পকেট কাটার ভ‚মিকায় অবতীর্ণ হয়েছে। এর প্রতিবাদ করতে গিয়ে বুধবার বিআরটিএ সিলেট অফিসে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক লাঞ্ছিত হয়েছেন। এর পরিণতি ভালো হবে না।’
শ্রমিক নেতারা আরও বলেন, ‘বিগত দিনে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে বিআরটিএ সহকারী পরিচালক সানাউল হক যেসব দাবি মানার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন, তিনি তার একটি কথাও রাখেননি। উল্টো আমাদের সঙ্গে বাজে আচরণ করেছেন।’
এ বিষয়ে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘দ্ইু থেকে আড়াই বছর ধরে আরসিসির কোনো সভা হচ্ছে না। এ সভা হলে পরিবহন মালিক-শ্রমিকদের সব সমস্যা সমাধান হয়। কিন্তু সানাউল হক কোনো সভা ডাকেন না। দীর্ঘদিন ধরে আমাদের পুরাতন সিনিয়র চালকদের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হচ্ছে না। পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে আইনের ভেতরে থেকে সহযোগিতার জন্য বিআরটিএ নেতৃবৃন্দকে অনুরোধ করলেও তা উপেক্ষা করা হয়। আবার সেই কাজে টাকা দিলে সময়ের আগেই হয়ে যায়। এ ছাড়া জেলা প্রশাসকের সিদ্ধান্ত অনুযায়ী ডোপ টেস্ট ছাড়া ফাইল জমা নেওয়ার কথা থাকলেও সেখানেও টাকা দাবি করা হয়।’
তিনি বলেন, ‘এ সব বিষয়ে কথা বলতে গেলে বুধবার সানাউল হক আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তাৎক্ষণিকভাবে বিআরটিএকে দুর্নীতিমুক্ত করতে আমরা প্রতিবাদ সভা করি। অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে সানাউল হক ও কর্মচারী দেলোয়ারকে বদলি করতে হবে। তা না হলে শ্রমিকরা ঘোষণা দিয়েছে, আগামী রবিবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় কোনো ধরনের পরিবহন চলবে না।’
বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. সানাউল হক সিলেট মিররকে বলেন, ‘ময়নুল ইসলামের ছোট ভাই বিআরটিতে টুকটাক কাজ করে থাকেন। একটি সিএনজিচালিত অটোরিকশার মালিকানা বদলের বিষয় নিয়ে আমাদের কর্মচারীর সঙ্গে তার কিছুটা কথা কাটাকাটি হয়। বুধবার ময়নুল ইসলাম তার লোকজন নিয়ে আমার কক্ষে আসেন। এ সময় তিনি বিআরটিএতে টাকা ছাড়া কাজ না হওয়াসহ নানা ভোগান্তির বিষয়ে আমার সঙ্গে কথা বলেন। আমি তাকে বলি এসব ঘটনার প্রমাণ ছাড়া এভাবে কথা বলার মানে নেই।
পরে ওই সিএনজিচালিত অটোরিকশার মালিকানার প্রসঙ্গ এলে তিনি আরও ক্ষেপে যান। এ সময় তিনি আমাকে হুমকি দেন ২৪ ঘণ্টার মধ্যে আমাকে সিলেট থেকে বদলি করে দেবেন এবং আমার কর্মচারী দেলোয়ারকে কার্যালয় থেকে তুলে নিয়ে যাবেন।’
আরএম-০৯