শাবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ০৯, ২০২২
১২:৩১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২২
১২:৩১ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অ্যামেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এআইসিএইচই) এর 'শাবি স্টুডেন্ট চ্যাপ্টার 'সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচই'র কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে স্টুডেন্ট প্রেসিডেন্ট হিসেবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. সরোয়ার জামান এবং স্টুডেন্ট সেক্রেটারি হিসেবে একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন মনোনীত হয়েছেন।
আজ শুক্রবার (৮ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেন কমিটির নতুন সভাপতি মো. সরোয়ার জামান।
কমিটিতে স্টুডেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে সালওয়া বিনতে কামাল, স্টুডেন্ট ট্রেজারার হিসেবে মুনতাসির মামুন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ডাইরেক্টর হিসেবে কায়সার হামিদ, সহকারী ক্যারিয়ার ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসেবে মো. আজমাইন নুর সাকিব, সুমাইয়া তাবাসসুম মৌরিন, ডিজাইনিং অ্যান্ড টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এম. এ রাব্বি হাসান, সহকারী ডিজাইনিং অ্যান্ড টেকনিক্যাল ডিরেক্টর নাফিসা আম্মিন আহমেদ, আহমেদ সাকিবুল ইসলাম, কম্পিটিশন ডিরেক্টর সুদীপ্ত ব্যানার্জি তোতন, সহকারী কম্পিটিশন ডিরেক্টর হিসেবে তারান্নুম জাকিয়া, আউটরিচ ডিরেক্টর মো. আলী আজগর, অ্যাসিস্টেন্ট আউটরিচ ডিরেক্ট ইন্দ্রিতা মাহালানাবিস, মুরাদ হোসেন, ফান্ড রেইজিং ডিরেক্টর মশিউর রহমান সজীব, সহকারী ফান্ড রেইজিং ডিরেক্টর আরিফুল ইসলাম শিশির, এস কে সালমান আলম মনোনীত হয়েছেন।
এছাড়া, পদাধিকার বলে সিইপি বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ স্টুডেন্ট চ্যাপ্টারের চেয়ার এবং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আক্তার এডভাইসর হিসেবে মনোনীত হয়েছে।
উল্লেখ্য, যে গত বছর ৭ জুলাই অ্যামেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এআইসিএইচই) এর সদস্য পদ (শাবি স্টুডেন্ট চ্যাপ্টার) অর্জন করেছে শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ।
এইচএন