সিলেটে জ‌মি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পল্লিচিকিৎসক নিহত

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৯, ২০২২
০৭:৪৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২২
০৭:৪৬ অপরাহ্ন



সিলেটে জ‌মি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পল্লিচিকিৎসক নিহত

সিলেটের জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক পল্লিচিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ শনিবার (৯ এপ্রিল) সকাল ৬টার দিকে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত পল্লিচিকিৎসকের নাম নিজাম উদ্দিন (৪০)। তিনি সিলেট সদর উপজেলার সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামের বশির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পু‌লিশ সূত্রে জানা গেছে, সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামে দুই একর জমি নিয়ে নিজাম উদ্দিন ও একই গ্রামের নয়ন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। শ‌নিবার সকালে ওই বিরোধপূর্ণ জ‌মি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। আহত অবস্থায় নিজাম উদ্দিনকে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুই পক্ষের সংঘর্ষ থামাতে সিলেট মহানগর পু‌লিশের বিমানবন্দর থানার পু‌লিশ ঘটনাস্থলে রয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, জ‌মি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পু‌লিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এএফ/০১