জৈন্তাপুর প্রতিনিধি
এপ্রিল ০৯, ২০২২
০৭:৫০ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২২
০৭:৫১ অপরাহ্ন
জৈন্তাপুর উপজেলা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার (৯ এপ্রিল) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা যুবদলের আয়োজনে দরবস্ত ইউনিয়ন পরিষদ হল রুমে কর্মী সভা অনুষ্ঠিত হয় ৷
কর্মী সভায় জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মুমিনুল ইসলাম৷
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ ৷ এছাড়া কর্মীসভায় আরও বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা ৬টি ইউনিয়ন হতে আগত যুবদলের নেতৃবৃন্দরা ৷
জেলা নেতৃবন্দরা বলেন, বিএনপি তথা যুব দলের দুঃসময়ে আ.লীগে সরকারের তান্ডবে হামলায় এবং মামলায় যে সকল নেতাকর্মীরা নির্যাতনের স্বীকার হয়ে দলের জন্য নিজের সব কিছু উজাড় করে কাজ করছেন তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে ৷ সেই লক্ষ্য নিয়ে জেলা যুবদল কাজ করে চলছে ৷ তারই ধারাকাহিকতায় জৈন্তাপুর উপজেলা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে ৷ ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে যুবদলকে সুসংগঠিত করা হবে ৷
আর কে/বি এন-১৬