নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৯, ২০২২
০৯:৪৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২২
০৯:৪৯ অপরাহ্ন
সিলেটে আগামীকাল রবিবার থেকে ডাকা অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘটন স্থগিত করা হয়েছে।
আজ শনিবার (৯ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সিলেটের সঙ্গে সভা শেষে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মো. শহীদুল্রাহের সঙ্গে অনুষ্ঠিত সভায় বিআরটিএ কর্তৃপক্ষের আশ্বাস ও সিদ্ধান্তের ভিত্তিতে আমরা ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’র এক জরুরি সভায় ধর্মঘটরে ঘোষণা করা হয়।
পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের বক্তব্য, বিআরটিএ সিলেটের কর্মকর্তা (এডি) সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার সীমাহীন দুর্নীতি করছেন। সঠিক প্রক্রিয়ায় কোনো গাড়ির কাগজপত্র বা চালকের ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ে পাওয়া না গেলেও ঘুষের মাধ্যমে এই দুই কর্মকর্তা দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ করে থাকেন। ঘুষের জন্য তারা পরিবহন শ্রমিকদের নানা হয়রানি করে থাকেন। বিভিন্ন সময় এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানানো হলেও পরিবহন শ্রমিকদের সেই পূরণ করা হয়নি। তাই বাধ্য হয় তারা সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন।
এএফ/০২