এনআইডি ছাড়া মিলবে না লঞ্চের টিকিট

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১০, ২০২২
০৪:১৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২২
০৪:১৫ অপরাহ্ন



এনআইডি ছাড়া মিলবে না লঞ্চের টিকিট

ঈদ উপলক্ষে লঞ্চের টিকিট কাটতে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি। বিষয়টি জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, ঈদুল ফিতরে লঞ্চের টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি জমা দিতে হবে। আর যাদের এনআইডি কার্ড নেই তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সার্টিফিকেট লাগবে। যাত্রীদের নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ঈদের পাঁচদিন আগে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ঈদের পরে স্থায়ীভাবে এটা করা হবে। এর আরেকটি কারণ আছে। ইতোমধ্যে লঞ্চের কেবিনের মধ্যে দুর্ভাগ্যজনক কয়েকটি ঘটনা ঘটেছে। সেগুলো তদন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিপদের মধ্যে পড়ে যায়। কাজেই আমরা নিশ্চিত হতে চাই, কোন যাত্রী কোন লঞ্চে পারাপার হচ্ছে।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ঈদের পাঁচদিন আগে ও পাঁচদিন পর পর্যন্ত মালবাহী লঞ্চ চলবে না। রাতে স্পিডবোট চলবে না। দিনে মালবাহী নৌযান চলবে না। পদ্মা সেতুর নিচ দিয়ে এখন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ৬টি ফেরি চলছে। ঈদে সবগুলো ২৪ ঘণ্টা চলার সিদ্ধান্ত হয়েছে।

নৌপ্রতিমন্ত্রী যাত্রীদেরকে নির্দেশনাগুলো অনুসরণ করার অনুরোধ জানান।

বি এন-১০