গোলাপগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২২
০৩:৪৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২২
০৩:৪৬ পূর্বাহ্ন
মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশের মতো সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায়ও পুলিশের দুটি মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে ।
আজ রবিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
জানা গেছে, দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য হেল্পডেস্ক চালু করা হয়েছে । এছাড়াও গৃহহহীন পরিবারকে হস্তান্তর করা হয় জমিসহ বাড়ি । তারই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ মডেল থানায়ও হেল্পডেস্ক চালু করা হয় ও উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের গৃহহীন সাহেদ মিয়ার পরিবারের মধ্যে জমিসহ ঘর প্রদান করা হয় ।
এসময় ভার্চুয়ালি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে গোলাপগঞ্জ মডেল থানায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সাকেল) পরিত্রান তালুকদার, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তজম্মুল আলী তোতা মিয়া ।
এছাড়াও অনুষ্ঠানে গোলাপগঞ্জ মডেল থানায় কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এফএম-০১/এএফ-০৫