নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১১, ২০২২
০৪:৩১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২২
১০:১৩ অপরাহ্ন
সিনিয়র-জুনিয়র দ্বন্ধে নিহত নাজিম আহমদ (১৯) হত্যা মামলায় গ্রেপ্তার জুয়েল আহমদকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ রবিবার (১০ এপ্রিল) বিকেলে তার এ রিমান্ড মঞ্জুর হয়।
এর আগে রবিবার বিকেলে ১০ জনের নাম উল্লেখপূর্বক আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করেন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা নূর মিয়া।
এদিকে বিকেল তিনটার দিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করি জুয়েলের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন বলেন, 'আদালত আসামি জুয়েলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন৷' বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
এএফ/০১