শাবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২২
০৭:৩৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২২
০৮:১৮ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মজিবুর রহমান রূপকের দুটি কিডনি অকেজো হয়ে গেছে। তার চিকিৎসার্থে ৫০ হাজার টাকা’ আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাদের সংগঠন 'শাবি অফিসার্স এসোসিয়েশন'।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে লোকপ্রশাসন বিভাগ এলামনাই এসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম এবং বিভাগের সাবেক শিক্ষার্থী শাহাদাত হোসেন শিশিরের কাছে এ টাকা হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, আামাদের বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মজিুবুর রহমান রূপকের দুটি কিডনি বিকল হয়ে গেছে। তার চিকিৎসার জন্য পঞ্চাশ লাখ টাকা প্রয়োজন। যা তার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তাই আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে রূপকের চিকিৎসায় সহায়তা করতে।
তিনি আরো বলেন, শাবি অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে আজকে ৫০ হাজার টাকা হস্তান্তর করেছে। টাকাটি রূপকের চিকিৎসা ফান্ডে জমা হবে। আমরা লোকপ্রশাসন বিভাগ এবং অ্যালামনাইয়ের পক্ষ থেকে শাবি অফিসার্স এসোসিয়েশনের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবার সহযোগিতায় রূপক দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এটাই আমাদের প্রত্যাশা।
শাবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইউনুস আলী বলেন, শাবি অফিসার্স এসোসিয়েশন সবসময় মানবিক প্রয়োজনে মানুষের পাশে থাকার চেষ্টা করবে। রূপক দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এটাই আমাদের কাম্য।
টাকা হস্তান্তরকালে এসোসিয়েশনের সহ-সভাপতি এমরান আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মখলিছুর রহমান পারভেজ, সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী সদস্য মুর্শেদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক এএসএম সায়েম তালুকদার, এজিএস সাহেদ আহমেদ, কোষাধ্যক্ষ মো. মঈনুল ইসলাম, সদস্য আহমেদ মাহবুব ফেরদৌসী, সিরাজুল ইসলাম, মাহফুজুর রহমান, আশরাফুল হকসহ কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচ এন/বি এন-১০