নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১১, ২০২২
১০:০৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২২
১০:০৯ অপরাহ্ন
সিলেট মহানগর এলাকায় গরু ও খাসির মাংসের দাম বাড়ানোর দাবিতে ডাকা ধর্মঘট চার দিন পর প্রত্যাহার করেছেন মাংস ব্যবসায়ীরা।
আজ সোমবার (১১ এপ্রিল) সকাল থেকে সিটি করপোরেশন এলাকায় দোকানপাট খুলে বেচাকেনা শুরু করেছেন তাঁরা।
এর আগে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে মাংসের দামের সামঞ্জস্যতা রাখার দাবিতে গত বৃহস্পতিবার থেকে ধর্মঘট ডেকেছিলেন সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা।
সমিতির সাধারণ সম্পাদক আবদুল খালিক বলেন, দেশের অন্যান্য এলাকায় মাংসের দাম বাড়লেও সিলেট সিটি করপোরেশন এলাকায় দাম বাড়ানো হয়নি। এতে পশু জবাই করে মাংস বিক্রি করতে গিয়ে লোকসানের সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। বিষয়টি সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানানো হলেও দাম সামঞ্জস্য রাখার কোনো উদ্যোগ না নেওয়ায় ব্যবসা বন্ধ রেখে ধর্মঘট পালন করা হয়েছিল। পরে সিটি করপোরেশনের পক্ষ থেকে মৌখিক আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হলো।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, মাংস ব্যবসায়ীরা সিটি করপোরেশনের মেয়র কিংবা কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই ধর্মঘটের ডাক দিয়েছিলেন। তাঁরা যদি দাবি-দাওয়া না দিয়ে হঠাৎ আন্দোলন করে বসেন, এতে সিটি করপোরেশনের কিছুই করার নেই। তবে বিষয়টি সিটি করপোরেশনের মেয়রকে অবহিত করা হয়েছে। মাংস ব্যবসায়ীরা চাইলে মেয়রের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারবেন।
মাংস ব্যবসায়ীরা জানান, সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ নগর এলাকায় গরুর মাংস ৬০০ ও খাসির মাংস ৮৫০ টাকা নির্ধারিত করে দিয়েছে। কিন্তু মাংস ব্যবসায়ীরা যে দামে গরু, খাসি কিংবা ছাগল কেনেন, তাতে সিটি করপোরেশনের নির্ধারিত দামে বিক্রয় করলে লোকসান গুনতে হবে। বিষয়টি সিটি করপোরেশনের মেয়রকে অবহিত করা হলেও দেখবেন বলে জানান তিনি। পরে আর কোনো ব্যবস্থা নেননি। ফলে ধর্মঘট ডাকা হয়েছিল।
এএফ/০২