নর্থ ইস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের ইফতার মাহফিল

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১২, ২০২২
০১:৪৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২২
০১:৪৭ পূর্বাহ্ন



নর্থ ইস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের ইফতার মাহফিল

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিজনেস ক্লাবের আয়োজনে ব্যবসায় প্রশাসন বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) নগরের জিন্দাবাজারস্থ স্পাইসি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের ব্যানকুইট হলে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ইফতার মাহফিল হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস। অতিথি ছিলেন, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী, ইংরেজি বিভাগের প্রধান ও প্রক্টর মুহাম্মদ শামসুল কবির ও উপাচার্যের একান্ত সচিব শাহ মনসুর আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিজনেস ক্লাব সবসময়ই অত্যন্ত সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে থাকে এবং এতে আমি অত্যন্ত সন্তুষ্ট। ইফতার মাহফিল আয়োজন করায় ক্লাব ও ক্লাবের সদস্যদের অভিনন্দন জানান তিনি। অদূর ভবিষ্যৎতে ক্লাব কার্যক্রমের এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবা তার বক্তব্যে বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিজনেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিলটি সবার মধ্যে সম্পর্কের মেলবন্ধন আরও সুন্দর করবে এবং এটাই রমজানের মাহাত্ম্য।

ইফতার মাহফিলে ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক তানভীর আহমেদ চৌধুরীকে শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিজনেস ক্লাব।

ইফতার মাহফিল সঞ্চালনায় ছিলেন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক শামীম আল আজিজ লেলিন এবং দোয়া পরিচালনা করেন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক নাসির উদ্দীন।

বিএ-০১