ঈদ উপলক্ষে শাবিপ্রবিতে ২৩ দিনের বন্ধ ঘোষণা

শাবিপ্রবি প্রতিনিধি


এপ্রিল ১২, ২০২২
০৬:২৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২২
০৬:২৬ অপরাহ্ন



ঈদ উপলক্ষে শাবিপ্রবিতে ২৩ দিনের বন্ধ ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( শাবিপ্রবি) পবিত্র শব-ই কদর, ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে ২৩ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার (১৮ এপ্রিল) থেকে এ ছুটি শুরু হবে, চলবে মঙ্গলবার (১০ মে) পর্যন্ত।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ও ইস্টার সানডে উপলক্ষ্যে রোববার (১৭ এপ্রিল)বিশ্ববিদ্যালয়ের সকল অফিসিয়াল কার্যক্রম ও ক্লাস বন্ধ থাকবে। একইসাথে পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষ্যে সোমবার (১৮ এপ্রিল) থেকে মঙ্গলবার (১০ মে) পর্যন্ত সকল ক্লাস বন্ধ থাকবে। 

এছাড়া  বুধবার (২০ এপ্রিল) থেকে মঙ্গলবার (১০ মে) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে বলে জানানো হয়।

এইচ এন/বি এন-০৮