শাবিপ্রবির গণিত সমিতির ডেল্টা ডিবেটার্স ফ্যাক্টরির কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি


এপ্রিল ১২, ২০২২
০৬:২৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২২
০৬:২৮ অপরাহ্ন



শাবিপ্রবির গণিত সমিতির ডেল্টা ডিবেটার্স ফ্যাক্টরির কমিটি গঠন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত সমিতির আওতাধীন বির্তক বিষয়ক সংগঠন ‘ডেল্টা ডিবেটার্স ফ্যাক্টরি (ডিডিএফ)' এর পঞ্চম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে গণিত বিভাগের প্রধান ও সমিতির সভাপতি এবং ডেল্টা ডিবেটার্স ফ্যাক্টরির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিটিতে গণিত বিভাগের ২৭ তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া আফরিনকে মহাসচিব, আবু হাসান রাফিকে যুগ্ম-মহাসচিব ও ঋতৃক সাহাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের ২৪ তম ব্যাচের শিক্ষার্থী জিনাত আফরোজ, মো. মেহেদি রানা, ফারজানা আক্তার সূচী ২৫তম ব্যাচের আসিফ ইকবাল, ২৬তম ব্যাচের উমর ফরুকের সুপারিশের মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ সোহাগ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সানজিদা জান্নাত, দপ্তর সম্পাদক ইকরাম রাফি মজুমদার, প্রচার, জনসংযোগ, বিপণন ও প্রকাশনা সম্পাদক মো. শাহ সুলতান আকাশ, সমন্বয়ক (বিতর্ক ও কুইজ) মো. সামিউল আলম, দেবেজিৎ বসাক, সমন্বয়ক (প্রশিক্ষণ) মো. সাইমুম পারভেজ ও মো. মুনতাসির মুবিন।

এছাড়া কার্যনিবাহী সদস্যপদে আবু নাসের শাহ মোঃ মারুফ আহমেদ, রাব্বি হোসাইন জাইসা বাণী লিথি, সুরাইয়া তাসনূর তানহা, মাহবুব আহমেদ চৌধুরী মনোনীত হয়েছেন।

এইচ এন/বি এন-০৯