জৈন্তাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি


এপ্রিল ১২, ২০২২
০৬:৩১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২২
০৬:৩১ অপরাহ্ন



জৈন্তাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিলেট-তামাবিল মহাসড়কের হেমু তিনপাড়া (পাখিটিকি) এলাকার রাস্তার ধার থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার ( ১২ এপ্রিল) সকাল ১১টায় পথচারীরা সিলেট-তামাবিল মহাসড়কের হেমু তিনপাড়া (পাখিটিকি) এলাকায় রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ পুলিশ ফোর্স নিয়ে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেন। পরিচয় শনাক্তের জন্য পুলিশের বিশেষ টিমের সহায়তায় লাশের ফিঙ্গার প্রিন্ট সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। তবে লাশের কোন পরিচয় মিলে নি। সুরতহাল রিপোর্ট তৈরী করে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

আর কে/বি এন-১০