সিলেটে জেলা প্রশাসক পরিচয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৩, ২০২২
০৩:৩০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৩, ২০২২
০৩:৩১ পূর্বাহ্ন



সিলেটে জেলা প্রশাসক পরিচয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি

সিলেটের জেলা প্রশাসক পরিচয়ে ইফতার মাহফিল আয়োজনের কথা বলে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতার কাছে চাঁদা দাবির অভিযোগে সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার রাতে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. আবদুর রহমান জিডিটি করেন।

এতে উল্লেখ করা হয়, সোমবার বেলা পৌনে একটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোন থেকে আবদুর রহমানের ব্যক্তিগত নম্বরে কল করেন। এ সময় তিনি নিজেকে সিলেটের জেলা প্রশাসক পরিচয় দেন এবং সার্কিট হাউসে ইফতার মাহফিল আয়োজনের কথা বলে ব্যবসায়ী পরিষদের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করেন। ব্যবসায়ী আবদুর রহমানের সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি অবগত করেন। পরে সিলেটের জেলা প্রশাসকের পরামর্শে থানায় জিডি করেন।

ব্যবসায়ী আবদুর রহমান বলেন, তাঁকে ছাড়াও অন্য ব্যবসায়ীদের কাছে একইভাবে জেলা প্রশাসক পরিচয়ে কল করে চাঁদা দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা শঙ্কিত। ব্যবসায়ীদের প্রতারকের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ‘বিষয়টি অবহিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ এবং র‍্যাব কর্মকর্তাদের বলেছি। তাঁরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।’

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এএফ/০৩