সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৩, ২০২২
০৫:৩৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৩, ২০২২
০৫:৩৫ পূর্বাহ্ন
বাঙালির বড় শক্তি হচ্ছে তার ভাষা, তার সংস্কৃতি। পহেলা বৈশাখ আমাদের কে নতুন ভাবে পথ চলার সহস যোগায়। আবহমান বাংলার ঐতিহ্য বাংলা নতুন বর্ষকে বরণ করতে সিলেটের সাংস্কৃতিক সংগঠন শ্রুতি-সিলেট প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে ‘শ্রুতি বর্ষবরণ উৎসব-১৪২৯ বাংলা’।
আগামীকাল (১৪ এপ্রিল) বৃহস্পতিবার পহেলা বৈশাখে নগরের সুবিদ বাজারের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক ক্যাম্পাসে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আয়োজন করা হয়েছে ‘শ্রুতি বর্ষবরণ উৎসব-১৪২৯ বাংলা’।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, ভারতীয় হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ প্রমুখ।
অর্ধদিবস ব্যাপী আয়োজনে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে প্রথমেই থাকবে সপ্তসুরে আহ্বান, থাকবে সম্মেলক পরিবেশনা, একক পরিবেশনা।
সমবেত সংগীত এবং নৃত্য পরিবেশন করবেন অনুষ্ঠান আয়োজক শ্রুতি-সিলেট, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিলেট,গীতবিতান-বাংলাদেশ, দ্বৈতস্বর, ছন্দনৃত্যালয়, সুরের ভূবন, ভাবুক,ললিত মঞ্জরী,প্রমা দেবী ও তার দল প্রমুখ। এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
এএফ/০২