নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২২
০৯:২৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৩, ২০২২
০৯:২৭ অপরাহ্ন
সিলেট নগরের বাগবাড়ি এলাকা থেকে মুজিবুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৩ এপ্রিল) বেলা একটার দিকে বাগবাড়ি বর্ণমালা পয়েন্টের সামছুদ্দীনের কলোনি থেকে লাশ উদ্ধার করা হয়।
মুজিবুর রহমানের বাড়ি ময়মনসিং জেলার তারাখান্দা থানার বড়বালকি গ্রামে। তিনি পরিবার নিয়ে এ কলোনিতে থাকতেন। মুজিবুর রহমানের তিন ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।
জানা গেছে, পরিবারের সদস্যরা সকালে ঘরের তীরের সঙ্গে গলায় দঁড়ি পেচানো অবস্থায় মুজিবুর রহমানের দেহ ঝুলতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
এএফ/০৪