নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২২
০৩:১৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২২
০৩:১৫ পূর্বাহ্ন
সিলেট নগরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
আজ বুধবার (১৩ এপ্রিল) বিকেলে সিলেট নগরের বন্দরবাজার এলাকার একটি হোটেলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম খালেদ আহমদ (৩৮)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার খাটখছ গ্রামের বাসিন্দা।
হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, খালেদ আহমদ গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে নগরের বন্দরবাজার এলাকার লালবাজারের আল মিনার আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। আজ দুপুরে কক্ষটির দরজায় ডাকাডাকি ও ধাক্কাধাক্কি করে সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে বিকেল সাড়ে চারটার দিকে হোটেল কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত খালেদ ব্যবসার কাজে সিলেট গিয়েছিলেন। আজ বাড়ি ফেরার কথা ছিল।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’
এএফ/০৫