এবার নগরে কিশোরীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৪, ২০২২
০৩:৫৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২২
০৪:১১ পূর্বাহ্ন



এবার নগরে কিশোরীর লাশ উদ্ধার

সিলেটে নগরের বাগবাড়ি এলাকা থেকে এবার ঝর্ণা আক্তার স্বর্ণা (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুর একটার দিকে বাগবাড়ি মদিনা আবাসিক এলাকার কলোনি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ঝর্ণা সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার আবুল মিয়ার মেয়ে। আবুল মিয়া স্ত্রী-সন্তানদের নিয়ে বাগবাড়ি মদিনা আবাসিক এলাকার একটি কলোনিতে থাকতেন। 

জানা গেছে, আজ দুপুরের দিকে ঘরের ভেতর স্বর্ণার নিথর দেহ ঝুলে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ । তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই কিশোরী আত্মহত্যা করেছে। তার মানসিক সমস্যা ছিল।’


এএফ/০৬