নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৫, ২০২২
০২:১১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৫, ২০২২
০২:২৪ পূর্বাহ্ন
পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের প্রথম দিন নব উল্লাসে মেতে উঠেছিল আজ কোটি বাঙালির হৃদয়। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে তাই আয়োজনের কমতি ছিল না কোথাও।
সারাদেশের ন্যায় বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ ও নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর গনেশ চন্দ্র রায় চৌধুরীর নেতৃত্বে সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে সকাল ১০টা ৩০ মিনিটের সময় সমাপ্ত হয় শোভাযাত্রা।
এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।
![]()
পুরো আয়োজনে সাস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, কবিতা পরিষদসহ কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন অংশগ্রহণ করে।
পরে সকাল ১১ টায় কলেজের সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে ও পরিচালনায় থিয়েটার মুরারিচাঁদ এর মহড়া কক্ষে অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করেন। এসময় সবাইকে বাংলা নববর্ষ-১৪২৯ এর শুভেচ্ছা জানান।
আরএম-০৩