রূপকের চিকিৎসার্থে দ্বিতীয় ধাপে সঞ্চালনের আর্থিক সহায়তা প্রদান

শাবিপ্রবি প্রতিনিধি


এপ্রিল ১৫, ২০২২
০৭:৩৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২২
০৭:৩৫ অপরাহ্ন



রূপকের চিকিৎসার্থে দ্বিতীয় ধাপে সঞ্চালনের আর্থিক সহায়তা প্রদান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মজিবুর রহমান রূপকের দুটি কিডনি অকেজো হয়ে গেছে। তার চিকিৎসার্থে বিশ্ববিদ্যালয়ের রক্তদানমুলক স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালনের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে ৪০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সঞ্চালনের সভাপতি আশরাফুল আলম আকাশ। তিনি জানান, গত বুধবার (১৩ এপ্রিল) লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. শফিকুল ইসলামের কাছে  সঞ্চালনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক শফিকুল ইসলাম বলেন বলেন, আমাদের বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মজিুবুর রহমান রূপকের দুটি কিডনি বিকল হয়ে গেছে। তার চিকিৎসার জন্য পঞ্চাশ লাখ টাকা প্রয়োজন। আজকে সঞ্চালনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে। টাকাটি রূপকের চিকিৎসা ফান্ডে জমা হবে।

সঞ্চালনের সভাপতি আশরাফুল আলম আকাশ বলেন, ১ম ধাপে সঞ্চালন এর পক্ষ থেকে ৫২,৪৩৪ টাকা হস্তান্তর করা হয়েছিল। এখন পর্যন্ত "সঞ্চালন" থেকে সর্বমোট ৯২,৪৩৪ টাকা হস্তান্তর করা হয়েছে। সামনের দিনগুলোতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পরিশেষে "সঞ্চালন" এর শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা তিনি।

টাকা হস্তান্তরকালে লোকপ্রশাসন বিভাগের প্রধান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, সঞ্চালনের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক জোবায়দা গুলশান আরা। সঞ্চালনের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়া, সরদার ইমন, সাবেক সিনিয়র সহসভাপতি দিপ্ত রয়সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এইচ এন/বি এন-০১