জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত ২

জৈন্তাপুর প্রতিনিধি


এপ্রিল ১৬, ২০২২
০২:১১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৬, ২০২২
০৮:৫২ অপরাহ্ন



জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত ২

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী গুরুত্বর আহত ৷ আজ শুকবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,  আজ রাত অনুমান আটটায় সিলেট তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় দরবস্তগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহীসহ দূর্ঘটনায় পড়ে। এ ঘটনায় তিন আরোহীর মধ্যে দুইজন গুরুত্বর আহত হন ৷ আহতরা হলেন দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের ময়না দাসের ছেলে মিটু দাস (২২) অপর জন হলেন একই গ্রামের দিলিপ দাসের ছেলে সৌরভ দাস (১৮) ৷

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

আরকেএস-০১/ এএফ০৬