বিশ্বনাথ প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২২
০৭:১৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৬, ২০২২
০৭:১৭ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে চাচাতো ভাই সুমন আহমদের হাতে ছুরিকাঘাতে আবদুল বাছিত (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে মৃত আফতাব মিয়ার ছেলে। নিহত আবদুল বাছিত ছাত্রলীগ কর্মী।
গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার টেংরা গ্রামের রাস্তায় এঘটনা ঘটে। খুনি সুমন আহমদ উপজেলার টেংরা গ্রামের মৃত নামর আলীর ছেলে।
নিহতের মা আনোয়ারা খাতুন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে সুমন আহমদ লোকজনের সঙ্গে বাড়ির কাঁচা রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। যার ফলে ওই রাস্তা স্থানীয়ভাবে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বাছিতের চাচাত ভাই সুমন আহমদ পিকআপ গাড়িতে করে গাছের টুকরো নিয়ে বিরোধপূর্ণ ও বন্ধ রাস্তা দিয়ে আসে। এতে আমার ছেলে আবদুল বাছিত তাকে (সুমন) বাঁধা দেয়। এনিয়ে তাদের দু’জনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে সুমন আমার ছেলে বাছিতকে দাঁড়ালো চাকু দিয়ে আঘাত করে। এসময় স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
ছুরিকাঘাতে যুবক খুনের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারী সুমনকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
এম এ/বি এন-০৮