শাবির সৈয়দ মুজতবা আলী হলের ইফতার সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি


এপ্রিল ১৭, ২০২২
০১:৪২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২২
০১:৪৪ পূর্বাহ্ন



শাবির সৈয়দ মুজতবা আলী হলের ইফতার সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় হলের ১০০৭ নং রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খান বলেন, দীর্ঘ সময় পর হলের শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশাকরি সামনের দিনগুলোতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, আগামী ১৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের সুবিধার্থে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় হলের শিক্ষার্থীদের জন্য খাবারসহ সবধরনের সুযোগ-সুবিধা চালু থাকবে।

তিনি আরো বলেন, বর্তমানে আমাদের হলের বর্ধিতাংশের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এতে আবাসিক শিক্ষার্থীদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে নতুন করে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।

ইফতার মাহফিলে সৈয়দ মুজতবা আলী হলের সহকারী প্রভোস্ট সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান, সহকারী অধ্যাপক মো. ওয়াশেক মিয়া ও আবাসিক হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএফ/০৫