এমসি কলেজের অর্থনীতি বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৭, ২০২২
০৩:৩৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২২
০৪:০৬ পূর্বাহ্ন



এমসি কলেজের অর্থনীতি বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: তোতিউর রহমান।

ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের অর্থনীতি বিভাগের সংগঠন ইকোনমিক্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) নগরের একটি কমিউনিটি সেন্টারে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

৫৫তম ব্যাচের শিক্ষার্থী মো. তারেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ৫৮তম ব্যাচের নাজমুল ইসলাম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৫৯তম ব্যাচের রেদ্বওয়ান আহমদ চৌধুরী।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. তোতিউর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক বিভাগীয় প্রধান ফাহিমা জুননুরাইন, শিক্ষক পরিষদের সম্পাদক তৌফিক এজদানি চৌধুরী, সিলেট জেলা শিক্ষাবোর্ডের পরিদর্শক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহাব উদ্দীন, শাহান আলম, প্রভাষক মোহাম্মদ শামিম মিয়া প্রমূখ।

এসময় অতিথিরা বলেন, রমজান সিয়াম সাধনার মাস। পবিত্রতা অর্জনের এ মাহিনায় অর্থনীতি পরিবারের সকল সদস্য একত্রিত হতে পেরে আমরা আনন্দবোধ করছি। করোনার প্রকোপ পেরিয়ে দীর্ঘ সময় পর সকলের অংশগ্রহণে এমন একটা আয়োজন যেন আমাদের সার্বিক কার্যক্রমে প্রাণ সঞ্চার করলো।

ইকোনমিক্স ক্লাবের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, আজকের আয়োজনটি অর্থনীতি পরিবারের মিলনমেলায় পরিণত হয়েছে। নবীন-প্রবীনদের মেলবন্ধন দৃঢ় রাখতে আগামিতেও আমাদের ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখি।

পরে মোনাজাত পরিচালনা করেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আলতাফুর রহমান নোমান।

আরএম-০১