বিদ্যুৎ উৎপাদনে আবারও রেকর্ড

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৭, ২০২২
১২:০৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২২
১২:০৯ অপরাহ্ন



বিদ্যুৎ উৎপাদনে আবারও রেকর্ড

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের (১৪ হাজার ৭৮২ মেগাওয়াট) রেকর্ড হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) রাতে এ রেকর্ড হয়।

শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ রাতে। এ সময় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গত ১২ এপ্রিল ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র ৩ হাজার ২৬৮ মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

বি এন-০২