বালাগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২২
০৭:৫৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২২
০৭:৫৪ অপরাহ্ন
যুক্তরাজ্যের শেফিল্ডের দাতব্য সংগঠন ইউনিভার্সাল রিলিফ ট্রাস্টের পক্ষ থেকে মাহে রামাদান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) বালাগঞ্জ ইউনিয়নের চাঁনপুর গ্রামে শেফিল্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান শাহীনের বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রবাসী কমিউনিটি নেতা আরব আলীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি জুনেদ মিয়া।
সাংবাদিক আ.হ ইমন শাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রবাসী কমিউনিটি নেতা লতিফুর রহমান সাহেদ।
উপস্থিত ছিলেন সাংবাদিক শামীম আহমদ ও সমাজকর্মী আব্দুল মুহিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আলী হোসেন।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারা দেশের যে কোনো দুর্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ এবং ঈদ ও রোজা উপলক্ষে হত দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী উপহার দিয়ে আসছে।
এস এ/বি এন-০৯