নগরে বাঁশঝাড়ে মিললো নিখোঁজ শিশুর লাশ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৮, ২০২২
০৭:১৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২২
০৭:১৯ অপরাহ্ন



নগরে বাঁশঝাড়ে মিললো নিখোঁজ শিশুর লাশ

সিলেট নগরের হাওলাদারপাড়ায় নিঁখোজের ৫০ ঘন্টা পর তিন বছর বয়সী শিশু রাহুল দাসের লাশ তার বাড়ির পাশের বাঁশঝাড়ে পাওয়া গেছে।

সোমবার (১৮ এপ্রিল) সকালে বাড়ির পাশের রাহুলের বাঁশঝাড়ে লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে।

নিহত শিশুর স্বজনরা জানান, গত শনিবার (১৬ এপ্রিল) দুপুর থেকে স্বজনরা তাকে খুঁজে পান নি।

তার লাশ পাওয়ার পর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। একমাত্র ছেলেকে হারিয়ে ওই পরিবারে শোকের মাতম চলছে।

এদিকে তিন বছর বয়সী শিশু রাহুলের নিখোঁজের ঘটনায় শনিবার সাধারণ ডায়রি করেন তার বাবা রুবেল দাস।

পেশায় রাজমিস্ত্রী রুবেল দাস সিলেট নগরীর আখালিয়া হাওলাদারপাড়া কালিবাড়ী বাবুল দাসের কলোনিতে ভাড়াটিয়া।

সোমবার সকালে ঘরের প্রায় বিশ গজ দূরে একটি বাঁশঝাড়ে রাহুলের লাশ দেখতে পান প্রতিবেশীরা।

এ ঘটনায় সন্দেহভাজন এক মহিলাকে আটক করেছে পুলিশ।

বি এন-০৬